উত্তম কুমারের এখনও এমনসব ছবি আছে যেগুলো জনসমক্ষে আসেনি বা এলেও এখনও বেশ কিছু সিনেমা আছে যেগুলো রেয়ার হয়ে গেছে। এগুলো কোথায় পাবেন জানেন? উত্তমকুমারের প্রতিষ্ঠিত শিল্পী সংসদে গচ্ছিত রাখা আছে। গচ্ছিত রাখা আছে একসময় উত্তম বাবুর ছায়াসঙ্গী সাধন বাগচির কাছে।