ক্রিমের বদলে থুতু দিয়ে মুখে ম্যাসাজ করছেন সেলুনের কর্মী!

সারা সপ্তাহের খাটাখাটনি। ক্লান্তি দূর করতে সেলুনে গিয়েছিলেন একটু ম্যাসাজ নিতে। ভালই ম্যাসাজ করছিল পার্লারের কর্মী। হঠাৎ কেমন যেন অন্য কিছু মুখে লাগল বলে মনে হল। অনেক ঝগড়া-অশান্তির পর শেষে যখন সিসিটিভি ফুটেজ দেখলেন, তখন পায়ের নীচ থেকে মাটি সরে গেল। সেলুনের কর্মী যে কাজ করেছেন তাঁর সঙ্গে, তা দেখে গা ঘিনঘিন করে উঠল। দেখলেন, ক্রিমের বদলে থুতু দিয়ে মুখে ম্যাসাজ করেছেন সেলুনের কর্মী।