গত ২ মাসে ভারতীয় শেয়ার বাজার একটা বিরাট কারেকশন দেখতে পেয়েছে। ৩০ নভেম্বরের তথ্য অনুযায়ী, নিফটি 50 ইনডেক্স তার রেকর্ড সর্বোচ্চ ২৬ হাজার ২৭৭ পয়েন্ট ছোঁয়ার পর প্রায় ৮ শতাংশ নেমেছে। অন্যদিকে, নিফটি স্মল ক্যাপ টু ফিফটি তার রেকর্ড সর্বোচ্চ ১৮ হাজার ৬৮৮ পয়েন্ট থেকে প্রায় ৫.২ শতাংশ নেমেছে। আর এমতাবস্থায় অনেক বিশেষজ্ঞই লার্জ ক্যাপ শেয়ারে বিনিয়োগের তুলনায় স্মল ক্যাপ শেয়ারে বিনিয়োগকে গেমচেঞ্জার হিসাবে দেখছেন।