'...সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া', তিলোত্তমা-খুনকাণ্ডে এ কী বললেন শুভেন্দু?

নিহতের পরিবারকে আমি ধন্যবাদ জানাব। তৃণমূল নেতারা ও বিনীত গোয়েল পরিবারকে ঘিরে বসেছিল যাতে ওরা মুখ খুলতে না পারে। অবশেষে পরিবার এই মামলায় পার্টি হয়েছে। লিড অ্যাপ্লিক্যান্ট হিসাবে পরিবারকে আদালত গ্রহণ করেছে। আমার পিটিশনে যে পয়েন্ট ছিল, সেগুলো কোর্ট মনিটরিং সিবিআই দেখেছে। আমাদের এখন প্রথম ডিউটি হবে তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া...: শুভেন্দু অধিকারী