'ভিয়েতনাম যদি আজ আমেরিকার বন্ধু হতে পারে তাহলে বাংলাদেশ কেন পাকিস্তানের বন্ধু হতে পারবে না?'

বাংলাদেশ কীভাবে ইতিহাস বদলাচ্ছে দেখলেন। ওদের বর্তমানও বদলে যাচ্ছে। আর সেটা আমাদের জন্য বেশ চিন্তার। কোন প্রসঙ্গে কথাটা বলছি সেটা বলার আগে একটা যুক্তি শোনাই আপনাদের। অস্বস্তি ঢাকতে ইদানিং বাংলাদেশের অনেক নেতাকে এসব বলতে শুনছি। ভিয়েতনাম যদি আজ আমেরিকার বন্ধু হতে পারে তাহলে বাংলাদেশ কেন পাকিস্তানের বন্ধু হতে পারবে না। মন্তব্য নিষ্প্রোয়জন।