ভাসতে পারে কলকাতা―খবর সূত্রের

ভরা কোটাল চলাকালীন ভারী বর্ষণে ভাসবে কলকাতা, সম্ভাবনা এমনটাই। আপাতত বন্ধ গঙ্গাবক্ষের সবক'টি লকগেট। প্রায় ১৭ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছে গঙ্গার জলস্তর। এমতাবস্থায় লকগেট বন্ধ থাকলে ভাসতে পারে কলকাতা―খবর সূত্রের।