ভরা কোটাল চলাকালীন ভারী বর্ষণে ভাসবে কলকাতা, সম্ভাবনা এমনটাই। আপাতত বন্ধ গঙ্গাবক্ষের সবক'টি লকগেট। প্রায় ১৭ ফুট উচ্চতায় পৌঁছে গিয়েছে গঙ্গার জলস্তর। এমতাবস্থায় লকগেট বন্ধ থাকলে ভাসতে পারে কলকাতা―খবর সূত্রের।