হাওড়ার কালীবাবুর বাজার। কালীবাবুর বাজার বিখ্যাত মাছের জন্য। হাওড়া ময়দান এর ঠিক আগেই । দেড়শ বছরেরও বেশি সময় ধরে কালী বাবুর বাজার চালু রয়েছে। বাংলাদেশি ইলিশ থেকে শুরু করে বাগদা গলদা চিংড়ি কিনবা ভেটকি তোপসে সবই মেলে, একদম টাটকা।