সংসদে পৌঁছলেন প্রধানমন্ত্রী। 'আজকের এই মাহাত্ম্যপূর্ণ দিবসে সকল নবনির্বাচিত সাংসদকে অভিনন্দন', সবাইকে শুভকামনা জানালেন মোদী। 'দেশের জনতা বিপক্ষদের থেকে ভাল পদক্ষেপের আশা করে। এতদিন নিরাশ হয়েছে সবাই, আশা করা যায় এই অষ্টাদশ লোকসভায় যথার্থ বিরোধীর ভূমিকায় অবতীর্ণ হবেন বিপক্ষের রাজনৈতিক দলগুলো', সাফ বার্তা নমোর।