আবারও রেল দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি মেল ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায়। মঙ্গলবার ভোর ৩টে ৪৫ নাগাদ রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে! এখনও অবধি ৬ জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে রেল কর্তৃপক্ষ।