২৯ নভেম্বর শুক্রবার আদানি গ্রিন এনার্জি ও আদানি এনার্জি সলিউশনের মতো আদানি গ্রুপের দুটো বড় কোম্পানির লিস্টিং হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ফিউচার ও অপশন সেগমেন্টে। আর তারপরই ট্রেডার ও বিনিয়োগকারীদের কল্যাণে এই দুই শেয়ারের দামই হয়েছে আকাশছোঁয়া।