সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে দলেরই নজর ছিল মহিলা ভোটে। অতীতেও একাধিক রাজ্যে ক্ষমতা কার হাতে যাবে, তা নির্ণয় করেছে মহিলা ভোট। তাঁদের দিকে তাকিয়ে রাজ্যে রাজ্যে তৈরি হয়েছে একাধিক প্রকল্প। পিছিয়ে নেই এ রাজ্যও। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি একুশের ভোটে ডিভিডেন্ড দিয়েছিল তৃণমূলকে। এ বার কি হবে? অনুদানে কাজ দেবে, নাকি সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতনের প্রভাব পড়বে গোটা রাজ্যে? মহিলা ভোটে কে করবে বাজিমাত?