পুলিশের জালে চোপড়ার কুখ্যাত JCB। প্রসঙ্গত, এই জেসিবিই চোপড়ার সালিশি সভায় বেধড়ক মারধর করে এক মহিলা ও এক পুরুষকে। চোপড়াকাণ্ডে সুয়োমোটো মামলা হয় তাঁর বিরুদ্ধে। চোপড়ার ডাঙাপাড়া এলাকার বাসিন্দা তাজেমুল হক ওরফে জেসিবিকে চোপড়া থেকে আটক করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।