নবান্নের পর কালীঘাট, এবারও ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্যভবনের সামনে এখনও অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা। বৃষ্টি পড়ছে নাগাড়ে, দুর্যোগ মাথায় নিয়েই দাবি আদায়ে ডাক্তাররা।