Fund of Funds-এ বিনিয়োগ করেন? ভাল না খারাপ জানেন!

FoF-এ ঝামেলাটা কম। কিন্তু খরচটা একটু বেশি। তবে যারা মিউচুয়াল ফান্ড সদ্য শুরু করছে, তারা জন্য ফান্ড অফ ফান্ড করতে পারে। সেই ক্ষেত্রে ফান্ড অফ ফান্ডের এক্সপার্ট ফান্ড ম্যানেজারের হাতে টাকাটা দিলেই তো হল। তাঁরা যেমন বোঝেন সেইভাবে বিনিয়োগ করলে, বিনিয়োগকারীর একটা ডাইভারসিফায়েড পোর্টফোলিওর এক্সপোজার পেয়ে যাবেন: সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর