'পেইনকিলার দিয়েছে, চিকিৎসা শুরু হয়নি', রোগী ভোগান্তির ছবি স্পষ্ট!
১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি। রাজ্যের হাসপাতালগুলোতে ক্রমশ বাড়ছে রোগী ভোগান্তি। 'সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে ডাক্তারদের দোষ বলে চালানো হচ্ছে! ICU-এ শয্যা না পাওয়াকে ডাক্তারদের উপর চাপানো হচ্ছে', বার্তা কিঞ্জল নন্দের।