ঘরছাড়া বিজেপি কর্মীদের ‘নিরাপদ আশ্রয়ের’ ব্যবস্থা করা হয়েছে কলকাতায় মাহেশ্বরী ভবনে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-সহ চার সদস্যের সেই টিম সবে মাহেশ্বরী ভবনে ঢুকেছে, বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে… ঠিক সেই সময়েই মাহেশ্বরী ভবনের বাইরে ছড়াল বোমাতঙ্ক। রাস্তার ডিভাইডারে সুতলি বোমার মতো দেখতে একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।