২১ জুলাই নিয়ে উন্মাদনা কর্মী-সমর্থকদের মধ্যে, মেনু বলল আয়োজকরা? আবেগতাড়িত তৃণমূল কর্মী-সমর্থকরা, জেলার ভিড় উঠে এল তিলোত্তমার বুকে! ধর্মতলায় তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে কড়া পুলিশি ব্যবস্থা। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, কলকাতা স্টেশন, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, খিদিরপুর, শ্যামবাজার ও হাজরা থেকে বড় মিছিল যাবে ধর্মতলায়...